করোনাভাইরাস প্রতিরোধে যেসকল কারখানা অপরিহার্য পণ্য উৎপাদন করছে সরকার সেগুলো বন্ধের নির্দেশনা দেয়নি।
Advertisement
শুক্রবার (২৭ মার্চ) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক স্বাক্ষরিত মালিক ও শ্রমিক সংগঠনকে পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যেসব রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয় আদেশ বহাল রয়েছে এবং করোনাভাইরাস প্রতিরোধে অপরিহার্য পণ্য যেমন- পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্লাভস, হ্যান্ড ওয়াশ/স্যানিটাইজার, ওষুধ ইত্যাদির উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে সেসব কলকারখানা বন্ধের বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি।
Advertisement
চিঠিতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদফতর এবং আইইডিসিআরের জারি করা স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে মালিকরা এ সব কলকারখানা সচল রাখতে পারবেন।
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ছুটি ঘোষণা করেছে।
আরএমএম/এফআর/পিআর
Advertisement