দেশজুড়ে

ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে মৃত্যু

রাজশাহী নগরীর ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর শিরোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত নাসির উদ্দিন নগরীর দড়িখড়বোনা এলাকার নাহির উদ্দিনের ছেলে।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর রাস্তায় এখন যানবাহন নেই বললেই চলে। ফাকা রাস্তায় নাসির বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আইল্যান্ডে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম