রাজনীতি

কর্মহীন গরিবদের খাদ্যসামগ্রী দিল ওয়ারী থানা আ.লীগ

করোনা সংকটের কারণে কর্মহীন গরিব ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওয়ারী থানা আওয়ামী লীগ। মাস্ক, হ্যান্ডগ্লাভসও দেয়া হয়েছে।

Advertisement

শুক্রবার রাজধানীর ওয়ারীর র‌্যাংকিং স্ট্রিট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

আবু আহমেদ মন্নাফী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ওয়ারী থানা আওয়ামী লীগের ন্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য। আপনার-আমার সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’

ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নিদের্শে আজ থেকে গরিব, অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করলাম। এ কাজ অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর দেশে কেউ না খেয়ে মারা যাবে না। করোনার কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন সম্মিলিত সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়াব।’

Advertisement

পরে থানা সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে র‌্যাংকিং স্ট্রিট, লারমিনি স্ট্রিট, নবাব স্ট্রিটসহ বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী, মাস্ক ও হ্যান্ড-গ্লাভস বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংস্কৃতিক সম্পাদক অরুণ সরকার রানা, প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ শ্যামল প্রমুখ।

এইউএ/জেডএ/জেআইএম

Advertisement