শরীয়তপুরে করোনাভাইরাসের ওষুধ তৈরির দাবি করায় আলতাফ কবিরাজ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
Advertisement
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার আংগারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন। আটক আলতাফ কবিরাজ উপজেলার আংগারিয়া ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রামের বাসিন্দা।
আংগারিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিন্টু মন্ডল বলেন, শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড় থেকে আলতাফ কবিরাজ নামে এক ব্যক্তি বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফেসবুক লাইভে বলেছেন, তিনি করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছেন, তার ওষুধ খেলে করোনা রোগী ভালো হয়ে যাবে। ভিডিওটি জেলা প্রশাসকের নজরে আসলে তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। তিনি আমাকে ব্যবস্থা নিতে বলেন। পরে সন্ধ্যায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আলতাফ কবিরাজকে আটক করি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুর রহমান শেখ বলেন, করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছাড়ানোর কারণে ওই কবিরাজকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
Advertisement
ছগির হোসেন/আরএআর/জেআইএম