জাতীয়

৪ এপ্রিল পর্যন্ত প্যাসিফিক জিন্স গ্রুপের সব কারখানা বন্ধ

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও কারখানার শ্রমিকদের নিরাপত্তায় ৪ এপ্রিল পর্যন্ত দেশের সবচেয়ে বড় তৈরি পোশাক প্রস্তত ও রফতানিকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের সব কারখানা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement

শুক্রবার এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

নিজের ফেসবুকে দেয়া ঘোষণায় তিনি বলেন, ‘আমাদের সকল সহকর্মী শ্রমিক ভাই বোনদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্যাসিফিক জিন্স গ্রুপের সকল কারখানা আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুক। আমিন।’

প্যাসিফিক জিন্স গ্রুপ বিশ্বের কয়েকটি শীর্ষ তৈরি পোশাক রফতানিকারকদের একটি। চট্টগ্রাম ইপিজেডে এই গ্রুপের বেশ কয়েকটি ইউনিট রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় ২৯ হাজার কর্মকর্তা-কর্মচারী।

Advertisement

গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক করোনাভাইরাস প্রতিরোধে পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে অনুরোধ জানান। সংগঠনটি বলছে ইতোমধ্যেই বিজিএমইএর সদস্য ৩৮টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমানের পাঠানো এক বিবৃতিতে ৪ এপ্রিল পর্যন্ত নিট পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন।

আবু আজাদ/জেএইচ/পিআর