আন্তর্জাতিক

মদ ভেবে স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল কয়েদির

করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে যে হ্যান্ড স্যানিটাইজার এখন বিশ্ববাসীর কাছে সঞ্জীবনী শক্তি, সেই স্যানিটাইজারই প্রাণ কেড়ে নিলো এক কয়েদির। মদ ভেবে ভুল করে স্যানিটাইজার খেয়ে ফেলায় মৃত্যু হয়েছে তার।

Advertisement

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। রাজ্যের পালাক্করের রমণ কুট্টি নামের এক ব্যক্তিকে এই পরিণতির শিকার হতে হয়েছে।

সংবাদমাধ্যম জানায়, রমণ গত বুধবার (২৫ মার্চ) হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এক কর্মকর্তা জানান, রাজ্য সরকারের নির্দেশে এখন জেলের মধ্যে কয়েদিদের দিয়ে স্যানিটাইজার বানানো হচ্ছে। করোনা মোকাবিলার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি তৈরিতে রাবিং অ্যালকোহলও ব্যবহার করা হচ্ছে। মনে হয়, মদ ভেবে সেই স্যানিটাইজারই পান করেন রমণ কুট্টি। তাতেই এই ঘটনা ঘটে।

Advertisement

তার মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। সবশেষ হিসাবে, করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ।

করোনা রুখতে জনসাধারণকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ বাড়তি স্যানিটাইজার উৎপাদনের দিকে নজর দিয়েছে। এর মধ্যেই কেরালার ঘটনা ভারতীয় কর্তৃপক্ষকে আরও সাবধান হতে বলা হয়েছে।

এইচএ/পিআর

Advertisement