দেশজুড়ে

রাজশাহীতে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে শ্রমিকলীগের ৪৬ বছর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে রাজশাহী মহানগর শ্রমিকলীগ। সোমবার দুপুরে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি বের করা হয়।শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শ্রমিকলীগ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল মান্নান, মহানগর শ্রমিকলীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আবদুস সোহেলসহ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

Advertisement