করোনার এই সংকটে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি গরিব অসহায়দের জন্য ৫০ লাখ রুপির চাল কিনে দিয়েছেন।
Advertisement
সৌরভেরই সাবেক সতীর্থ ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারও শুক্রবার ৫০ লাখ রুপি দান করেছেন। এদিকে ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন ১ লাখ রুপি।
ভারতের তারকা ক্রিকেটারদের মধ্যে আরও অনেকেই শামিল হয়েছেন করোনা যুদ্ধে। দুই পাঠান ভাই-ইরফান পাঠান আর ইউসুফ পাঠান বারোদা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগকে দিয়েছেন ৪ হাজার ফেস মাস্ক।
ধোনি ১ লাখ রুপি দিয়েছেন পুনের একটি এনজিওকে। শচিন তার ৫০ লাখ রুপি দুই ভাগে ভাগ করে দিয়েছেন। ২৫ লাখ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আলাদা দুটি রিলিফ ফান্ডে।
Advertisement
এর আগে বুধবার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ৫০ লাখ রুপির চাল বিতরণ করার উদ্যোগ নেন সৌরভ। বিসিসিআই সভাপতির এই উদ্যোগে অংশীদার প্রতিষ্ঠান ‘লাল বাবা রাইস’। সরকারের নির্দেশে স্কুলের মধ্যে আশ্রয় নেয়া দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এই চাল পৌঁছে দেওয়া হয়।
করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে ভারতেও। এখন পর্যন্ত ৭৫৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ২০ জন। ভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো দেশকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অবস্থায় খেটে খাওয়া মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা পড়েছেন বিপাকে।
এমএমআর/জেআইএম
Advertisement