জাগো জবস

লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে সদাগর

করোনা আক্রান্ত সময়ে মানবিক আবেদনে সাড়া দিয়েছে দেশের অনলাইন ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডটকম। গত ৫ দিন ধরে প্রতিষ্ঠানটি ৩শ’র বেশি পরিবারকে ৭ দিনের নিত্যপণ্য বিনা মূল্যে দিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, তাদের সিএসআর প্রজেক্টের আওতায় এ কর্মসূচির নাম রাখা হয়েছে ‘পাশে আছি’।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি গত ২২ মার্চ থেকে অনলাইনে অফিস কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার বনানী, বনশ্রী, কমলাপুর, ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলছে।

নিত্যপণ্যের উর্ধ্বগতিতে যখন বেসামাল হতদরিদ্র মানুষ, তখন সদাগর ডটকমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিয়মিত গ্রাহকরা। এ কার্যক্রমে এগিয়ে আসছেন তারাও। হাত বাড়িয়েছেন সাহায্যের। পুরো টিম নানাভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায়।

Advertisement

যারা এ সংকটকালে পাশে থাকতে আগ্রহী; তারা রকেট করতে পারেন +88019122985896 নম্বরে অথবা বিকাশ করতে পারেন +8801730796733 নম্বরে।

এসইউ/এমএস