আন্তর্জাতিক

জার্মানিতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

জার্মানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪২ হাজার ২৮৮। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৩ জন। দেশটির সংক্রমণ রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

করোনায় আক্রান্ত ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৭৩ জন।

রবার্ট কোচ ইন্সটিটিউটের পরিসংখ্যান বলছে, দেশটিতে নতুন করে ৫৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৮০ জন। যা আগের দিনের তুলনায় অনেক বেশি।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যায় ৫ম অবস্থানে রয়েছে জার্মানি। অপরদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৮৫ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৩০১ জন।

Advertisement

অপরদিকে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ২১৫ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। করোনা আতঙ্কে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে।

টিটিএন/এমএস

Advertisement