স্বতন্ত্র পে-স্কেল, চাকরির বয়সসীমা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতি। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কমসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি মুন্সি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে ছয় দফা দাবি উত্থাপন করে বক্তারা বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক। ফলে সরকারের উচিত সেগুলো দ্রুত বাস্তবায়ন করা। দাবিগুলো হলো, কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল প্রদান, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, জাতীয় পে-স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা, নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধাসহ শর্ত পূরণের দিন থেকে পদোন্নতি প্রদান করা হয়, কর্মচারীদের সন্তান বা পোষ্যদের ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অর্জন করলেই ভর্তির সুযোগ দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কমিটিতে তাদের প্রতিনিধি রাখা।মিলন রহমান/এআরএ/আরআইপি
Advertisement