জাতীয়

সকাল থেকে ঢাকায় কড়া রোদ

গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি না হলেও বিভিন্ন সময় ঢাকার আকাশ ছিল মেঘলা।এখন সেই বৃষ্টি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ঢাকার আকাশ থেকে মেঘও বিদায় নিয়েছে। ফলে শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কড়া রোদ ঢাকায়।

Advertisement

আবহাওয়া অধিদফতর বলেছে, ঢাকায় আজকে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তির দিকেই থাকবে।

শুক্রবার ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে (যদিও সকাল থেকে মেঘের দেখা মেলেনি)। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ দিকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

পিডি/এএইচ/এমএস