বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কোটা পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার। এতে মারা গেছেন অন্তত ২৩ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।
Advertisement
করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। দিনরাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন তারা। তবে ক্লান্তি ভাব তো থেকেই যায়। সেই ক্লান্তি-অবসাদ দূর করতে কাজের ফাঁকে গান গেয়ে নিজেদের একটু চাঙা করে নিলেন ভারতের রাজস্থানের চিকিৎসকরা। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ জন, মারা গেছেন চারজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জন, মৃত্যু ১৬ জনের। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলছে, ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তার চাপ পড়ছে চিকিৎসকদের ওপর। গোসল-খাওয়া-ঘুমের সময় মিলছে না তাদের। এই পরিস্থিতিতে কাজের ফাঁকে রাজস্থানের চিকিৎসকদের গান গাইতে শোনা গেল। তারা গাইছিলেন, ‘ছোড়ো কাল কি বাতে।’ কাজের চাপ কমাতে এভাবেই নিজেদের জন্য এক টুকরো বিনোদন খুঁজে পান তাঁরা।
Advertisement
At the epicentre of COVID 19 in Rajasthan Government Hospital in Bhilwara - Drs Mushtaq, Gaur & Prajapat, paramedics Mukesh, Sain, Gyan, Urwashi, Sarfaraz and Jalam are working 24*7 to beat Coronavirus. Take a bow, you are our true heroes!This is the spirit of new India pic.twitter.com/97ziZUrXOS
— Rohit Kumar Singh (@rohitksingh) March 25, 2020গানটি যাদের গাইতে দেখা যাচ্ছে তারা হলেন চিকিৎসক মুস্তাক, গৌর এবং প্রজাপত প্যারামেডিক্যাল কর্মী মুকেশ, সান, জ্ঞান, উর্বশী, সরফরাজ এবং জালম। রাজস্থানের ভিলওয়াড়াতে গানটি গাওয়া হয়েছে। এরা সকলেই করোনা আক্রান্তদের চিকিৎসায় দিনরাত অতিবাহিত করছেন।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূতেই ভাইরাল হয়েছে। সবাই তাদের বাহবা দিচ্ছেন। একজন লিখেছেন, ‘আপনারাই আমাদের প্রকৃত হিরো। নতুন ভারতের প্রেরণা।’
আরেকজন লিখেছেন, ‘বাস্তব জগতের এই হিরোদের স্যালুট জানাই।’
Advertisement
এসআর/এমএস