কারামুক্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসা ‘ফিরোজা’য় কোয়ারেন্টাইনে আছেন। সব নিয়ম মেনেই চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার কোয়ারেন্টাইনে থাকা খালেদা জিয়ার প্রথম দিনে চিকিৎসকদের একটি দল তার খোঁজ-খবর নিয়েছেন।
Advertisement
খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি গঠিত ছয় সদস্যের এই দলে ছিলেন- প্রফেসর ডা. এফ এফ রহমান, প্রফেসর ডা. রজিবুল ইসলাম, প্রফেসর ডা. আব্দুল কদ্দুস, প্রফেসর ডা. হাবিবুর রহমান, প্রফেসর সিরাজ উদ্দিন ও প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এরপর বিএনপিপন্থী চিকিৎসকদের নেতা এ জেড এম জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, খালেদা জিয়া বিএসএমএমইউ চিকিৎসকদের পরামর্শে সেলফ কোয়ারেন্টাইনে আছেন। তার অবস্থা আগের মতোই তবে নিজের পরিবেশে থাকার কারণে তিনি মানসিকভাবে স্বস্তিবোধ করছেন।
জাহিদ হোসেন আরও বলেন, প্রতিদিনই আমরা কোয়ারেন্টাইন, আইসোলেশন নিয়ম মেনে পর্যবেক্ষণ করব। আজ আমরা গিয়েছিলাম। কিছু ওষুধের ডোজ কমানো-বাড়ানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে ওনার শারীরিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা হবে।
Advertisement
খালেদা জিয়ার স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, উনি ভীষণ অসুস্থ, বাসায় এখন ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তবে সব আত্মীয়-স্বজনকে কাছে পেয়ে মানসিকভাবে কিছুটা ভালো আছেন।
তিনি বলেন, আপাতত বাসায়ই ডাক্তার দেখানো হচ্ছে। অন্য হাসপাতালে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। ১০ দিন তাকে কোনো জায়গায় মুভ করানো সম্ভব না। পরে তিনি যদি মনে করেন তাহলে তা দেখা যাবে। তিনি সাধারণত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতেন।
কেএইচ/বিএ
Advertisement