আইন-আদালত

লিটনকে তাৎক্ষণিক গ্রেফতারের ব্যবস্থা করবো : অ্যাটর্নি জেনারেল

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে তাৎক্ষণিক গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার দুপুরে আগাম জামিন আবেদন খারিজ হওয়ার পর তিনি এ কথা বলেন।তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা ‘কনফিউশন’ সৃষ্টি হয়েছে, যে তাকে (লিটন) গ্রেফতার করা যাবে কি-না। এ নির্দেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করবো। যাতে তাকে (লিটন) তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারে।আদেশের পর অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের আরো বলেন, সংসদ সদস্য লিটন আজ হাইকোর্টে আত্নসমর্পণ করে আগাম জামিন চেয়েছিলেন। এই জামিনের ব্যপারে আমি ঘোরতর বিরোধিতা করেছি। তার জামিন আবেদন হাইকোর্ট বিভাগ নাকচ করেছেন। কিন্তু যেহেতু তিনি আদালতে আত্নসমর্পণ করতে চান, সেজন্য আগামী ১৮ তারিখের ভেতরে তাকে আত্নমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মাহবুবে আলম বলেন, এই নির্দেশের পরিপ্রেক্ষিতে যদিও তার আগাম জামিনের দরখাস্ত খারিজ হয়ে গেছে, তাকে গ্রেফতার করার ব্যপারে এখন কনফিউশন এরাইজ করছে। এই অবস্থাতে আমি সিদ্ধান্ত নিয়েছি,হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন এর বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজের আদালতে আবেদন (সিএমপি) করব। হাইকোর্টের দেওয়া এই নির্দেশনা স্থগিতের প্রার্থনা করব, যাতে পুলিশ তাকে তাৎক্ষণাত গ্রেফতার করতে পারে। অ্যাটর্নি জেনারেল বলেন, আমি  বলেছি এই অপরাধটা যিনি করেছেন, তিনি জনগণের প্রতিনিধি, একজন সংসদ সদস্য, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। একজন শিশু বা একজন নাবালক যদি এ ধরনের অপরাধ করত, সেটাকে একভাবে ধরা যেত। যেহেতু উনি একটি গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন, উনার পক্ষে এ ধরনের অপরাধ করাটাকে ঘোরতর অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং আইনের আমলে যাতে আসেন, সে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে অবশ্যই আদালতে আত্নসমর্পণ করতেন, উনি সেটা না করে পালিয়ে বেড়াচ্ছেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পুলিশও দ্বিধাগ্রস্ত হয়ে যাবে তাকে গ্রেফতার করার ব্যপারে। মাহবুবে আলম বলেন, দ্বিধাগ্রস্ততা, কোনো ধরনের কনফিউশান এগুলো এড়ানোর এবং আপিল বিভাগের আগের রায়গুলো সমুন্নত রাখার জন্য আমি হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছেন এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করব।’ তিনি বলেন, যখন কোনো ঘটনা ঘটে তখন মিডিয়া তা প্রকাশ করবে এটা স্বাভাবিক বিষয়। লিটন একজন সংসদ সদস্য তার ব্যাপারে সংবাদপত্র খবর প্রকাশ করবে এটা স্বাভাবিক। এর আগে দুপুর সেয়া ১টায় এ মামলায় শুনানি শুরু হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা ধরে শুনানির পুরো সময় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন এজলাস কক্ষে দাঁড়িয়ে ছিলেন। এর আগে সোমবার সকালে এমপি লিটনকে শুনানির সময় হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। রোববার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এফএইচ/আরএস/আরআইপি

Advertisement