খেলাধুলা

করোনায় প্রাণ গেল সোমালিয়ার কিংবদন্তি ফুটবলারের

একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে মহামারি করোনা। পদ-পদবি আর ধনী-গরিবের বাছ বিছার করছে না। এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে পরপারে পারি জমালেন সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার আবদুল কাদির মোহাম্মদ ফারাহ।

Advertisement

গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার পর ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি ছিলেন ফারাহ। ২৪ মার্চ মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর।

কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন সোমালিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি আবদিকানি সাইদ আরব।

গত চার বছর ধরে সোমালিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন সারাহ। বয়স তো খুব বেশি হয়নি। করোনার কাছে মানতে হলো হার।

Advertisement

১৯৬১ সালের ১৫ ফেব্রুয়ারি সোমালিয়ার রাজধানী মুগাদিসুর ৩৪২ কিলোমিটার উত্তরে বেলেদুন শহরে জন্মগ্রহণ করেন ফারাহ। ১৯৭৬ সালে ন্যাশনাল স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে পরিচিতি শুরু। সেখান থেকে আশির দশকের শেষ পর্যন্ত বাত্রোলকা ফুটবল ক্লাবের নামকরা খেলোয়াড় ছিলেন তিনি।

এমএমআর/এমকেএইচ