দেশজুড়ে

১৫০টি অসহায় পরিবারকে খাবার দিল ওরা

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে মরণঘাতী করোনাভাইরাস। বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটি ও গণপরিবহন চলাচল বন্ধের মধ্য দিয়ে কার্যত লকডাউন শুরু হয়েছে দেশজুড়ে।

Advertisement

এর আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধ হয়েছে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক জনসমাগম। ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী।

কঠিন এ পরিস্থিতি মোকাবিলায় দিশেহারা নিম্নআয়ের মানুষ। এমন পরিস্থিতিতে রংপুর নগরীর জুম্মাপাড়ার স্থানীয় কয়েকজন যুবক তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে অসহায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওই এলাকার ১৫০ পরিবারের মাঝে ১০ দিনের নিত্যপণ্য দিচ্ছেন তারা।

জাতীয় এই দুর্যোগময় সময়ে নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেই দলেরই একজন ইসমাইল হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন, আমরা আমাদের এলাকার অসহায় মানুষদের সাহস জোগাতে কাজ করছি, আপনি কিংবা আপনারাও আপনার বাড়ির পাশের অন্তত একটি অসহায় পরিবারকে বলুন না ‘ভয় নেই’ আপনি আছেন তার পাশে। বিশ্বাস করেন নিজের মনে অনেক প্রশান্তি পাবেন।

Advertisement

ভেবে দেখুন, কয়েকজন ছেলে যদি নিজের পকেট খরচের টাকা থেকে দেশের এ সংকটময় মুহূর্তে তার এলাকার অসহায় ১৫০টি পরিবারে ১০ দিনের ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে, আপনি কেন পারবেন না?

জানতে চাইলে ইসমাইল হুসাইন জাগো নিউজকে বলেন, তিনিসহ স্থানীয় কয়েকজন যুবক পকেট খরচের টাকা দিয়ে চাল, ডাল, তেল, চিড়া, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে ওই এলাকার ১৫০টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। জাতীয় এ দুর্যোগময় সময়ে সামর্থ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জিতু কবীর/এমএএস/এমকেএইচ

Advertisement