আন্তর্জাতিক

করোনা-যুদ্ধে জিতলেন ৯৬ বছরের বৃদ্ধা

করোনা এখন পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে বলে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। আর এ ভাইরাসে ৬০ বছরের বেশি বয়সী মানুষের আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি বেশি বলেও গবেষক-ডাক্তাররা বলেছেন।

Advertisement

তবে ৯৬ বছর বয়সী এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। আর তার সুস্থ হওয়ার খবরে এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে।

তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বয়স্ক নারী যিনি করোনা থেকে মুক্তি পেয়েছে ন। সম্ভবত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যে কি-না প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এর থেকে পরিত্রাণ পেয়েছেন। যদিও এটি এখনও প্রমাণিত নয়।

বুধবার (২৫ মার্চ) তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

গত ১৩ মার্চ তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে বিশেষভাবে চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২২ হাজার মানুষের।

এফআর/পিআর

Advertisement