স্বাধীনতা দিবসে উপহার হিসেবে চীনের দেয়া করোনাভাইরাস চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ প্লেন আসছে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে।
Advertisement
সাড়ে ৪টায় প্লেনটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এসময়ই এসব সরঞ্জাম হস্তান্তরের অনুষ্ঠান হবে। ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৪ মার্) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাগো নিউজকে জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সাথে লড়তে চীন থেকে আসছে বিশেষ উপহার। এই কনসাইনমেন্ট ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে। তারা ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে।
ড. মোমেন বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছাবে।
Advertisement
এর আগে গত ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।
জেপি/এইচএ/এমকেএইচ