করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ যাতে ঘর থেকে বের না হয় সেজন্য ঘোষিত টানা ১০ দিনের সাধারণ ছুটির প্রথম দিন আজ। এখন রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর বিশেষ দল। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর। রাস্তায় যান চলাচল বন্ধ। কিন্তু এর মধ্যেই সপরিবারে দরবার শরিফে যাওয়ার ঘটনা ঘটেছে।
Advertisement
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীতে নটর ডেম কলেজের সামনে দেখা যায়, রিকশায় দুই বাচ্চাসহ চারজন। তারা একই পরিবারের সদস্য। নেমেছেন রাস্তায়। এসেছেন পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে। গন্তব্য আরামবাগ দরবার শরিফ। কিন্তু মাঝখানে পুলিশ তাদের আটকে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তখন সেখানে কয়েকজন সংবাদকর্মীও ছিলেন।
এ ঘটনার মুখোমুখি হয়ে ওই পরিবারের কর্তা বারবার বলতে থাকেন, ‘স্যার ভুল হয়েছে। আমরা দোয়া নেয়ার জন্য দরবার শরিফে যাচ্ছিলাম।
Advertisement
কর্তব্যরত পুলিশ এবং সাংবাদিকরা তখন বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারণে যেখানে হজ বন্ধ আর আপনারা যাচ্ছেন দরবার শরিফে। আপনারা কেমন মুসলমান? এখন কি দরবার শরিফ খোলা আছে? যেখানে মানুষ হজে যাচ্ছে না আর আপনি দরবার শরিফে যাচ্ছেন। নিজেকে মুসলমান দাবি করছেন।’
ওই ব্যক্তি বলেন, ‘স্যার আমি বুঝতে পারিনি।’
এরপর ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রিকশাটি ফিরিয়ে দেন।
এইচএস/জেডএ/এমকেএইচ
Advertisement