করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে আ স এ (আমরা সবাই এক) নামে একটি সংগঠন। করোনার সংক্রমণ রোধে বাগাট ইউনিয়নের ছোট বড় বাজার ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংগঠনটির পক্ষ থেকে ড্রাম ভর্তি পানি ও তার সঙ্গে বেঁধে দেয়া হচ্ছে সাবান। বাড়ি থেকে বের হলেই কিংবা বাজারে কেউ প্রবেশ করলেই তাকে হাত ধুতে হচ্ছে সংগঠনটির দেয়া পানি ও সাবান দিয়ে। এগুলো তদারকি করছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
Advertisement
জানা যায়, জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের যুবক ও তরুণদের সমন্বয়ে গঠন করা হয়েছে আ স এ (আমরা সবাই এক) নামের সংগঠন। করোনা ভাইরাস মোকাবেলায় এই সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থায়নে ইউনিয়নের বড়, ছোট সকল বাজারে ও গ্রামের বিভিন্ন জায়গায় ড্রাম ভর্তি পানি ও তার পাশে একটি করে সাবান বেঁধে দিচ্ছেন। বাজারে কেউ এলেই তাকে হাত ধুতে হচ্ছে সেখানে। এছাড়া গ্রামের ছোট ছোট দোকানের পাশেও পানি ও সাবান রাখা হয়েছে। বাড়ি থেকে বের হলেই সেখানে গ্রামের মানুষ হাত ধুচ্ছেন।
আ স এ (আমরা সবাই এক) নামের সংগঠনটির অন্যতম সদস্য ভাস্কর সিকদার, রাজু খান, মির্জা মামুন, শাওন, অপু মজুমদার। এই পাঁচ জনের নেতৃত্বে পাঁচটি টিম ইউনিয়নে কাজ করছে।
ভাস্কর সিকদার জানান, করোনার মহামারি ঠেকাতে আমরা সংগঠনের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নিয়েছি। ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, মোড়, গ্রামের বিভিন্ন স্থানে পানি ভর্তি ড্রাম দিয়েছি। তার পাশে একটি করে সাবান রেখে দিয়েছি। সেখানে হাত ধুতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। সাবান ও পানি ফুরিয়ে গেলে পুনরায় পানি ও সাবান দিয়ে আসছে আমাদের সংগঠনের সদস্যরা।
Advertisement
তিনি আরো জানান, আমাদের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিরতণ করা হচ্ছে। বাজার ও গ্রামের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, আ স এ সংগঠনটির সদস্যরা করোনা সচেতনতায় যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বাজার ও গ্রামের বিভিন্ন স্থানে পানি ও সাবান দিয়েছে তারা। বাজারে আসা মানুষ ও গ্রামের মানুষ সেখানে হাত ধুচ্ছে। এ কার্যক্রমে সংগঠনটির সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান।
বিকে সিকদার সজল/এফএ/জেআইএম
Advertisement