স্বাস্থ্য

সরকারি চাকরিতে নিয়োগে নার্সদের বয়সসীমা ৩৬

সরকারি চাকরিতে নার্স নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৬ বছর বাড়িয়েছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী নার্সদের চাকরির বয়সসীমা ৩০ এর পরিবর্তে ৩৬ বছর করে প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ এই সুযোগ বলবৎ থাকবে।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।তিনি বলেন, সাধারণ চিকিৎসকের চেয়ে নার্স বেশি থাকার কথা। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র। সরকার চায় এই চিত্র পাল্টাতে। এজন্য এই সুযোগ দেয়া হলো।মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ২০০৬ সালের পর থেকে নার্স নিয়োগ নানা জটিলতায় বন্ধ ছিল। বর্তমানে ৪টি বিধিমালায় নার্স নিয়োগ চলছে। এজন্য ঝামেলা হচ্ছে। সরকার একটি সম্বলিত বিধিমালা শিগগিরই চূড়ান্ত করবে।তিনি জানান, দেশে প্রায় ৪ হাজার নার্সের পদ শূন্য। আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়ার চিন্তা করা হচ্ছে। এজন্য এই শিথিলতা আনা হয়েছে।এসএ/এসএইচএস/এসএস

Advertisement