দেশজুড়ে

তুলির শেষ আঁচড় কাটতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ নিয়ে উপজেলার সর্বত্র সাজ সাজ ভাব। এখন চলছে প্রতিমাগুলোকে আরো আকর্ষণীয় করে তুলতে রং তুলির শেষ আঁচড়। কালীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রণয় কুমার দাস জাগো নিউজকে জানান, এ বছর উপজেলার মোট ৩৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৬টি, তুমলিয়ায় ১টি, নাগরীতে ৪টি, বক্তারপুরে ৪টি, জাঙ্গালীয়ায় ৫টি, মোক্তারপুরে ৮টি, জামালপুরে ৪টি ও বাহাদুরসাদী ইউনিয়নে ৪টি পূজা মণ্ডপ রয়েছে।  শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইতোমধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও সর্বত্র মাঠে থাকবে। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, উপজেলার সকল পূজামণ্ডপে নিরাপত্তার ব্যাপারে কালীগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে পুলিশের টহল চলবে। আর এ কাজে পুলিশের সঙ্গে আনসার ও ভিডিপি সদস্যরওি সহযোগিতা করবে।  আব্দুর রহমান আরমান/এসএস/এসএস

Advertisement