মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সবদেশের সচেতন নাগরিকেরা চেষ্টা করছেন নিজ নিজ জায়গা থেকে। এ সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করছেন নিজ নিজ প্রশাসনকে। যার ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও।
Advertisement
বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২৭ জন খেলোয়াড় সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করে দেয়ার। সংখ্যায় যা সর্বোচ্চ ৩০ লাখ ১৫ হাজার টাকা। ক্রিকেটারদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সবাই।
এবার একই পথে হাঁটলেন পাকিস্তানের ক্রিকেটাররাও। নিজ দেশের করোনা ফান্ডে ৫০ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) দান করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম, সরফরাজ আহমেদরা। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা মিলে এ অনুদান দেবেন বলে জানা গিয়েছে।
শুধু ক্রিকেটাররাই নয়, ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও সাহায্য করবেন করোনা ফান্ডে। বোর্ডের সকল মহাব্যবস্থাপকরা নিজেদের দুইদিনের এবং অন্যান্য কর্মকর্তারা একদিনের বেতনের সমপরিমাণ টাকা দান করবেন।
Advertisement
আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। যেখানে তিনি জানিয়েছেন, সবসময়ই যেকোনো সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসার চেষ্টা করে পিসিবি। যা বজায় থাকবে আগামীতেও।
এহসান মানি লিখেছেন, ‘পিসিবি সবসময় কঠিন সময়ের পাকিস্তানের মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন তেমনই একটা সময়। যার পুরোটাই আমাদের স্থানীয় এবং ফেডারেল সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। আমরা পিসিবির পক্ষ থেকে প্রার্থনার পাশাপাশি এ সংকমটময় পরিস্থিতি মোকাবিলায় কিছু অনুদান দিতে চাই। যা করোনা মোকাবিলায় কাজে লাগবে বলে বিশ্বাস করি।’
এসএএস/জেআইএম
Advertisement