জাতীয়

গাজীপুরে বাল্ব বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় ইলেকট্রিক বাল্ব বিস্ফোরিত হয়ে একটি পরিবারের বাব, মা ও ছেলে দগ্ধ হয়েছেন। তিনজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মা চায়নার (৩৫) ৯৫ শতাংশ, ছেলে নিপুনের (১৬) ৬৫ শতাংশ এবং বাবা নির্মলের (৪৫) ১০০ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ নির্মলের ছেলে দিলীপ জানান, মা চায়না সকালে ইলেকট্রিক সুইচ অন করলে সঙ্গে সঙ্গে বাল্ব বিস্ফোরণ হয়। এতে পুরো ঘরে আগুন লেগে যায়।

Advertisement

তিনি আরও জানান, তার বাবা টেইলার্সের কাজ করেন। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার কিশোরগঞ্জ উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এসআর/জেআইএম

Advertisement