করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গেলো বুধবার থেকে শুরু হওয়া যানজট আজও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ২২ কিলোমিটার মহাসড়ক জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
Advertisement
মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাকে ও পিকআপ ভ্যানে গাদাগাদি করে বাড়ি ফিরছেন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, সরকারি ছুটি ঘোষণার পর থেকে ঘরমুখো মানুষের সংখ্যা এ মহাসড়কে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। বৃহস্পতিবার ভোর থেকে এখনও যানজট অব্যাহত রয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও জনান তিনি।
আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম
Advertisement