নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, শহরটিতে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে থাকার সুবিধা দেবে ফোর সিজনস হোটেল। বুধবার এক টুইটে তিনি এ তথ্য জানান।
Advertisement
এমন অনন্য পদক্ষেপের জন্য ফোর সিজনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কুয়োমো। পাশাপাশি, অন্যান্য বড় বড় হোটেলগুলোও এ ধরনের সুবিধা দিতে রাজি হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের উৎস এবং সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা নিউ ইয়র্ক। দেশজুড়ে ৬৪ হাজার রোগীর মধ্যে শুধু এই একটি রাজ্যেই রয়েছেন ৩০ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৩০ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জন।
Advertisement
সূত্র: আল জাজিরাকেএএ/