দেশজুড়ে

মাদারীপুরে ২ গ্রুপের সংর্ঘষে আহত ১০

মাদারীপুর রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চরকাশিমপুর গ্রামে সোমবার সকালে ২ গ্রুপের সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয়, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না খলিফার জায়গার সীমানা উপরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে একই গ্রামের বিএনপি নেতা হাশেম মাতুব্বর। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।আহতরা হলেন, শাজাহান মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর, বিল্লাল মাতুব্বর, ফরিদ খান, রাসেল শেখ, রত্তন, মহসিন, শাহালম প্রমুখ। আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেন।খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না খলিফা জাগো নিউজকে বলেন, তিন দিন আগে স্থানীয় বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পোস্টার হাশেম মাতুব্বর ছিড়ে ফেলেছেন। সেই ঘটনা এবং বৈদ্যুতিক খুঁটির ঘটনাকে কেন্দ্র করে এই সংর্ঘষের ঘটনা ঘটে।রাজৈর থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূইয়া জাগো নিউজকে বলেন, মশিউর রহমান মুন্না খলিফার জায়গার সীমানা উপরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে এই সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।বিএনপি নেতা হাশেম মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাই যোগাযোগ করা সম্ভব হয়নি।এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআইপি

Advertisement