করোনার বিস্তার রোধে সারাদেশ ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সংকটে সবচেয়ে বেশি বিপদে নিম্নবিত্ত মানুষজন।
Advertisement
কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। ভারতে এই লকডাউনেও যেন নিম্নবিত্তরা খেয়ে-পরে বাঁচতে পারেন, সে জন্য উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকে এগিয়েও এসেছেন।
ক্রীড়াজগতও এর বাইরে নয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনার এই দুর্যোগের মধ্যে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ৫০ লাখ রুপির চাল বিতরণ করার উদ্যোগ নিয়েছেন।
সৌরভের এই উদ্যোগে অংশীদার প্রতিষ্ঠান ‘লাল বাবা রাইস’। সরকারের নির্দেশে স্কুলের মধ্যে আশ্রয় নেয়া দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এই চাল দেওয়া হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
Advertisement
এর আগে আজ (বুধবার) সকালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল রাজ্যের জরুরি দাতব্য তহবিলে ২৫ লাখ রুপি দান করার ঘোষণা দেয়।
এমএমআর/আইএইচএস