দেশজুড়ে

রাজশাহীতে সংবাদপত্র বিতরণ বন্ধ

বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত সব দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাময়িকপত্র সরবরাহ, গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ থাকবে।

Advertisement

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর এজেন্ট ও হকাররা। আগামী ৪ এপ্রিল পর্যন্ত যাবতীয় কাজ বন্ধ রাখবেন তারা।

মঙ্গলবার রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের প্রায় ৩২০ জন কর্মী প্রতিদিন পাঠকের বাড়ি বাড়ি পত্রিকা বিলি-বণ্টন করায় তাদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা বেশি। এছাড়া পাঠকরাও দরজা বন্ধ করে রাখেন। পত্রিকা নিতেও অনিহা প্রকাশ করেছেন অনেকে। রাজশাহী নগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের এ সিদ্ধান্ত বাস্তবায়নে রাজশাহী সংবাদপত্র এজেন্ট ফোরাম ও সংবাদপত্র কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

ফেরদৌস/এমএএস/এমকেএইচ