দেশজুড়ে

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে দীর্ঘ মানববন্ধন

বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) ও বৃহত্তর কুমিল্লাসহ ছয়টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলার প্রধান বাণিজ্যিক এলাকা চৌমুহনীসহ বেগমগঞ্জের বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে চৌমুহনী বাজার পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটারব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্ডেন শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ সর্বস্তরের লোকজন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধন চলাকালে সাংসদ আলহাজ্ব মামুনুর রশিদ কিরন বলেন , দেশের আঞ্চলিক অবস্থান ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জেলা নোয়াখালীকে বিভাগ করা সময়ের দাবি। তাই বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) ও বৃহত্তর কুমিল্লাসহ ছয়টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।পরে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের মাধমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মিজানুর রহমান/এমজেড/আরআইপি

Advertisement