তথ্যপ্রযুক্তি

আসছে অপপোর সবচেয়ে পাতলা স্মার্টফোন

চীনা কম্পানি অপপো পাতলা স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। অ্যাপলের আইফোন-৬ কিংবা জিওনি’র ইলিফ এর চেয়েও তাদের ফোনটি পাতলা হবে বলে দাবি করছেন অপপো কর্মকর্তারা।

Advertisement

সিঙ্গাপুরে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে `আর-৫` মডেলের এ ফোনের মোড়ক উন্মোচন করলেন তারা। ৪.৮৫ মিলিমিটার পুরু ফোনটি আগামী ডিসেম্বরে বাজারে আনার ঘোষণা দিয়েছে অপপো। সত্যিই এমন হলে এটি হবে এযাবৎকালের সবচেয়ে পাতলা স্মার্টফোন।

ওয়াইফাই, জিপিআরএস/এজসহ বিভিন্ন ধরনের ইন্টারনেট সংযোগ সুবিধাসহ ফোনটির ৫.২ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে, ১.৫ গিগাহার্টস প্রসেসর, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে।

এতকিছু সত্ত্বেও ফোনটির ওজন মাত্র ১৫৫ গ্রাম! তবে ফোনটি ব্যবহারের কিছুটা বেশিই খরচ করতে হবে। সোনালি, রূপালি ও ধূসর তিন রঙের ক্যাচিং থাকা ফোনটির দাম পড়বে ৪৯৯ মার্কিন ডলার।

Advertisement