রাজধানীর কড়াইল বস্তির পাঁচশ পরিবারের মাঝে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
Advertisement
বুধবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার এবং শহীদ রুমী স্মৃতি পাঠাগার যৌথভাবে এসব বিতরণ করে। সার্বিক নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে এ কাজের তত্ত্বাবধান করেন রুমী স্মৃতি পাঠাগারের সভাপতি রাফসানুল আফসান সাজ্জাদ।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈম জানান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তনদের উদ্যোগে এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার ও শহীদ রুমী স্মৃতি পাঠাগারের তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তৈরি ও বিতরণ করা হচ্ছে। এছাড়া দেয়া হচ্ছে হাত ধোয়ার জন্য সাবান। ঢাকার কড়াইল বস্তি (বনানী), নাখালপাড়া (তেজগাঁও), বিনএনপি বাজার বস্তি (আগারগাঁও), কল্যাণপুর বাজার, খুলনার পাটকল শ্রমিক, সিলেটের চা-শ্রমিক ও যশোরের নওয়াপাড়া শ্রমিকদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের উদ্যোগে নাখালপাড়ায় গরিব পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।
Advertisement
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার কক্ষে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বোতলজাত করা হয়। পাঠাগার দুটির সদস্যদের সঙ্গে একাজে অংশ নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতা আশরাফুল হক মুকুল, মন্তাজ উদ্দিন, ডা. গোলাম রাব্বানী, অ্যাড. সুলতানা আক্তার রুবী, সাদরুল হাসান রিপন প্রমুখ।
পিডি/এমএসএইচ/এমএস