দেশের জন্য স্বাধীনতা আনতে গিয়ে বিভিন্ন সংগ্রামে বিশেষ করে ২৫ মার্চের কালো রাতের গণহত্যায় এবং মুক্তিযুদ্ধের ৯ মাসে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
Advertisement
নেতৃবৃন্দ বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে এক অবরুদ্ধ অবস্থায় এই স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে। একাত্তরে ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণকে প্রতিরোধ করে বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছিল। এবারও ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করতে হবে।’
বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তারা এ সব কথা বলেন।
সবাইকে যার যার ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধে জয়লাভ করার আহবান জানান তারা।
Advertisement
এফএইচএস/এফআর/এমকেএইচ