করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস রাজধানীর চারটি স্থান থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে।
Advertisement
গাবতলী, মহাখালী, ফার্মগেট ও কারওয়ান বাজারে এসব বিলি করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় প্রতিটি জিনিস একেকটি স্থানে চারশ করে বিলি করা হয়। তবে সেসব স্থানে এর চাহিদা বেশি থাকায় নিমিষেই তা শেষ হয়ে যায়।
বুধবার বেলা আড়াইটার দিকে মহাখালী আন্তজেলা বাসস্ট্যান্ডে এসব বিলি করছিলেন সেন্টার ফর জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের প্রিন্সিপাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেনসহ আর্র কয়েকজন।
তিনি জাগো নিউজকে বলেন, আমরা প্রায় চারশ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিভিন্ন পথচারী এবং গরিব যারা আছেন তাদের মধ্যে বিতরণ করছি। আমরা রাজধানীর চারটি স্থান, গাবতলী, মহাখালী, ফার্মগেট ও কারওয়ান বাজারে এসব বিলি করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণ যেন সচেতন হয়। আর এ থেকে সুরক্ষা পান। বিশেষ করে যারা বাসে ভ্রমণ করছেন, যাদের হাঁচি-কাশি আছে তারা এই মাস্কটি ব্যবহার করলে অন্যরাও সুরক্ষিত থাকবেন। বিশেষ করে হেল্পার, ড্রাইভার, রিকশাওয়ালা পথচারী যাদের মাস্ক ছিল না তাদের আমরা এগুলো দিচ্ছি।
Advertisement
এইচএস/এমএসএইচ/পিআর