গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার জমজম স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
Advertisement
জমজম স্পিনিং মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান জানান, শ্রমিকরা দুপুরের খাবার বিরতি শেষে কারখানায় প্রবেশ করছিলেন। এ সময় কারখানার তুলার গোডাউনে হঠাৎ আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। মুহূর্তেই আগুন ওই গোডাউন থেকে কারখানায় ছড়িয়ে পরে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে ভালুকা সার্ভিসসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
শিহাব খান/আরএআর/পিআর
Advertisement