বৃষ্টি কার না ভালো লাগে! আমরা যারা বাঙালি বরাবরই বৃৃষ্টির সুরের মূর্ছনা ছুঁয়ে যায় আমাদের মন। সেই আদিকাল থেকেই বৃষ্টির সাথে আমাদের প্রেম। বৃষ্টি আমাদের প্রথম প্রেমিক, প্রথম প্রেমিকা। বাঙালির অনেক রোমান্টিক স্মৃতির সাক্ষী বৃষ্টি।বৃষ্টির আয়োজনে আকাশটাকে সাজতে দেখলেই উদাসী ভাব ভর করে এসে। আনমনেই অনেকেই গেয়ে উঠি ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’ কিংবা ‘এমনও দিনে তারে বলা যায়’। দিন বদলের পালায় অনেক কিছুই আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে গেলেও কমেনি বৃষ্টির আবেদন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বৃষ্টিকে দিয়ে গেছেন নতুন মাত্রায়, অপার্থিব আয়োজনে। তাই যে যেখানেই থাকুন আজকের বৃষ্টিতে নিশ্চয় মন ভিজেছে? নিশ্চয় কর্মব্যস্তরা আফসোস করছেন এমন অলস দিনে প্রিয় মানুষটিকে পাশে না পেয়ে? আর যারা প্রিয় মানুষটির কাছেই রয়েছেন তারা ভাবছেন কী করা যায়? সব প্রশ্নের সমাধান হতে পারে গান। ঠিক তাই- বৃষ্টির গান। কেননা, বাঙালির জীবনে যেমন বৃষ্টির দারুণ সখ্যতা তেমনি বৃষ্টি সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্য ও শিল্প সংস্কৃতি। তাই তো সাহিত্যে বৃষ্টি ভেজা রোমান্টিকতা ভালো লাগে। চিত্রের তুলিতে বৃষ্টি ভেজা রমনী চোখ ধাঁধিয়ে যায়। তেমনি করে বৃষ্টির গান আমাদের অনুভূতিকে করে তুলে অনেক বেশি আবেগপ্রবণ ও উপভোগ্য। তাই যে যেখানেই থাকুন, যেভাবেই বৃষ্টিটাকে উপভোগ করতে চান সে অনুযায়ী গান বাছাই করে শুনতে থাকুন। সময়টা মন্দ কাটবে না। জেনে নিন বৃষ্টি নিয়ে জনপ্রিয়তা পাওয়া বেশ কিছু বাংলা গানের নাম-পাগলা হাওয়ার বাদল দিনে - রবীন্দ্রনাথ ঠাকুরএমনও দিনে তারে বলা যায় - রবীন্দ্রনাথ ঠাকুরআজি ঝড় ঝড় মুখর বাদল দিনে - রবীন্দ্রনাথ ঠাকুরবাদলা দিনে মনে পড়ে - হাবিব ওয়াহিদআমি বৃষ্টি দেখেছি - অঞ্জন দত্তএকদিন বৃষ্টিতে ভিজে - অঞ্জন দত্তযদি মন কাঁদে - শাওনআমার সারাটা দিন মেঘলা আকাশ - শ্রীকান্ত আচার্যএই মেঘলা দিনে একলা - হেমন্ত মুখোপাধ্যায়শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে - ডিফারেন্ট টাচআষাঢ় শ্রাবণ মানে নাতো মন - লতা মুঙ্গেশকারওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না - হৈমন্তীআকাশ এতো মেঘলা - সতীনাথ মুখোপাধ্যায়এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না - রুনা লায়লাঅনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে - রুনা লায়লাএকটু দাড়াবে কি - হাবিব ওয়াহিদআমি বৃষ্টিরর কাছ থেকে কাদঁতে শিখেছি - সুবীর নন্দীঝুম ঝুম বৃষ্টি - কুমার বিশ্বজিৎবৃষ্টি পড়ে টাপুর টুপুর - সেলিম চৌধুরিকখনো মেঘ ঘুঙুর পরে, নাচবে বলে - কবীর সুমনবৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে - অর্থহীন (সুমন)এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে - আর্টসেলবৃষ্টি ঝড়ে যায় - তৌসিফবৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থআজ এই আকাশ কালো হয়ে - অদিতধিন তানা - কণাবৃষ্টির গান - জলের গানএলএ/আরআইপি
Advertisement