করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সাতক্ষীরা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা যুবকের শরীরে এমন কোনো অস্তিত্ব মেলেনি। তাকে যে কোনো মুহূর্তে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
সদর হাসপাতালে ভর্তি থাকা ওই যুবক শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি ভারতের মুম্বাই শহর থেকে ভোমরা বন্দর দিয়ে সম্প্রতি দেশে প্রবেশ করেছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জাগো নিউজকে বলেন, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে ওই যুবক। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানো হয়।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ওই যুবকের শরীরের করোনার অস্তিত্ব মেলেনি। তাকে যে কোনো মুহূর্তে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।
Advertisement
আকরামুল ইসলাম/এমএএস/পিআর