অস্ট্রিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৫,২৮৩ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১১ জন এবং আইসিইউতে আছেন ২৪ জন।
Advertisement
দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ জন। অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরোল প্রদেশে, ১,৩৩৮ জন। রাজধানী ভিয়েনাতে আক্রান্তের সংখ্যা ৬৭৭ জন।
গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে অস্ট্রিয়ার সরকার জনসাধারণকে ঘরের বাইরে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল সেটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। অস্ট্রিয়ার পুলিশ প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
Advertisement
অস্ট্রিয়ার স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অযথা বাইরে দুই-তিনজন একসঙ্গে ঘোরাফেরা করার জন্য ইতোমধ্যে অনেককেই জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ার সরকার একদিনে ১৫ হাজার মানুষকে করোনাভাইরাস টেস্ট করার ব্যবস্থা নিচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেলে হয়তোবা সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেবে।
জেডএ/জেআইএম