আন্তর্জাতিক

লকডাউনে হোম ডেলিভারি দেবে ভারতের ‘বিগ বাজার’

পুরো ভারতে মঙ্গলবার মধ্যরাত থেকেই লকডাউন কার্যকর হয়েছে। আগামী ২১ দিন কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। করোনাভাইরাস থেকে বাঁচতে এটাই একমাত্র উপায় বলে মনে করছে মোদি সরকার। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কথা ভেবে অস্থির হয়ে উঠেছে। একসঙ্গে অনেক মানুষ দোকানে গেলে তৈরি হচ্ছে জমায়েত, যা এই পরিস্থিতিতে ঠিক নয়। এছাড়া মানুষ আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি জিনিস কিনে নিচ্ছেন। তাতেও অসুবিধায় পড়তে হচ্ছে অন্যদের। দোকানে মিলছে না প্রয়োজনীয় পণ্য।

Advertisement

তাই এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় সুপারশপ ‘বিগ বাজার’ বাড়ি বাড়ি জিনিস পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন শহরের বিগ বাজারের পণ্যতালিকা ট্যুইটার হ্যান্ডেলে দেয়া হয়েছে। সেখানেই লেখা রয়েছে ফোন নম্বর। ফোন করে পণ্য অর্ডার দিলে, তা বাড়িতে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া সংস্থার ওয়েবসাইটে গিয়েও অর্ডার করা যাবে।

ভারতজুড়ে লকডাউন জারি থাকলেও অনেক পরিষেবা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এই ২১ দিনের লকডাউনে সচল থাকবে দুধ, মুদিদ্রব্য, এটিএম, চিকিৎসা পরিষেবাসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা। এমনকি জেলা প্রশাসন যাতে মাছ, সবজি বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করে সেই নির্দেশনাও রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, ২১ দিন দেশজুড়ে লকডাউন জারি থাকবে। বাড়ির বাইরে লক্ষণরেখা টেনে দিন। দেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গলিতে জারি থাকবে লকডাউন। অনেক উন্নত দেশও এই ভাইরাসের কাছে হার মেনেছে। অনেক প্রস্তুতি নিয়েও একে থামানো সম্ভব হয়নি। এসময় প্রয়োজনীয় পরিষেবাগুলি সচল থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এমএফ/পিআর