শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়া ঘটনায় মামলার একমাত্র আসামি সরকার দলীয় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি হাইকোর্টে হাজির হন।এর আগে, লিটনকে সোমবার দুপুর ১টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপিত এম ইনায়েতুর রহীম ও বিচারতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রোববার এমপি লিটনের আগাম জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম।উল্লেখ্য, গত ২ অক্টোবর সকালে এমপির লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার পায়ে তিনটি গুলি করেন এমপি। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় সাংসদকে একমাত্র আসামি করে একটি মামলা হয়েছে।এফএইচ/এআরএস/আরআইপি
Advertisement