জাতীয়

সংকটপূর্ণ সময়ে সেবা দেয়ায় চালকদের বকশিশ দেয়ার অনুরোধ উবারের

সংকটপূর্ণ সময়ে কমিউনিটিকে সহায়তা করার জন্য অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন দাবি করে চালকদের বকশিশ দেয়ার অনুরোধ জানিয়েছে অ্যাপভিত্তিক যাতায়াত মাধ্যম উবার। এভাবে উদারতা প্রকাশের অনুরোধ জানিয়ে মহামারি করোনা রোধে যথাসম্ভব সবাইকে বাড়িতে থাকার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের ইমেইল করে এসব জানানো হয়।

Advertisement

বুধবার (২৫ মার্চ) উবার ইমেইল করে জানায়, আপনি বিগত ৩০ দিনের যেকোনো উবার যাত্রায় বকশিশ প্রদান করতে পারেন, এমনকি যাত্রা সম্পন্ন হয়ে গেলেও। অ্যাপে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের ইতিহাসে যান এবং আপনি যে যাত্রায় বকশিশ প্রদান করতে যান তা নির্বাচন করুন।

উবার গ্রাহকদের সতর্ক করে দিয়ে বলেছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনি করতে পারেন তা হলো যথাসম্ভব বাড়িতেই থাকা। এটি আরও বেশি জরুরি যদি আপনি অসুস্থবোধ করে থাকেন। এটি ভাইরাসের সংক্রমণের হারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। চলুন ড্রাইভারদেরকে নিরাপদ রাখতে সহায়তা করি এবং যাদের প্রয়োজন তাদের জন্যই যাত্রার ব্যবস্থা নিশ্চিত করি।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, উবার ব্যবহারে সময়, নিচের পরামর্শগুলো অনুসরণ করার মাধ্যমে আপনার ড্রাইভারদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করুন।

Advertisement

যখন যাত্রা নেবেন-

>>আপনার হাত ধুয়ে নিন। যাত্রার আগে ও পরে-সবসময়ই আপনার হাত ধুয়ে নিন।

>>আপনার নাক ও মুখ ঢেকে নিন। যদি আপনার হাঁচি বা কাশি পায়, তবে তা কনুইয়ে বা টিস্যুতে করুন।

>>পেছনের সিটে বসুন। পেছনের সিটে বসার মাধ্যমে আপনার ড্রাইভারকে কিছুটা বাড়তি জায়গা প্রদান করুন।

Advertisement

>>জানালা খুলে নিন। ভালো বায়ু চলাচলে সাহায্য করতে সম্ভব হলে জানালা নামিয়ে নিন।

এইচএস/এসআর/পিআর