দেশজুড়ে

কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীর পাসপোর্ট জব্দ

মৌলভীবাজারের বড়লেখায় হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারইগ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী খাইরুল ইসলাম চলতি মাসের ১০ তারিখ দেশে আসেন। নিয়ম অনুযায়ী তার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তা না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন তিনি।

অভিযোগ পেয়ে ওই প্রবাসীর বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় তাকে বাড়ির বাইরে পাওয়া যায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার পাসপোর্টটি জব্দ করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপন দে/এফএ/জেআইএম