আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে ১০০ জনের মৃত্যু, আক্রান্ত ৭ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একশ’ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সেখানে মোট ৬৫৩ জন মারা গেলেন।

Advertisement

এদিন দেশটিতে নতুন করে ৭ হাজার ১২৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৬০ জন।

অত্যন্ত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মাত্র ৩৬৮ জন রোগী সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ হাজারেরও বেশি। এদের মধ্যে ১ হাজার ১৭৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইউরোপের পর যুক্তরাষ্ট্র নভেল করোনাভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। এ থেকে আশঙ্কা করা যায়, খুব শিগগিরই দেশটি এ ভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

Advertisement

তবে এই সতর্কবার্তায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরং ব্যবসা-বাণিজ্যের স্বার্থে জনজীবন স্বাভাবিক করার পক্ষপাতী।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার, সিএনএনকেএএ/