প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারফিউ জারি করেছে মিসর। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত দু’সপ্তাহের জন্য এ কারফিউ জারি থাকবে।
Advertisement
মঙ্গলবার টেলিভিশনে এক ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি জানিয়েছেন, কেউ কারফিউ আদেশ অমান্য করলে তাকে অন্তত চার হাজার মিসরীয় পাউন্ড জরিমানা অথবা কারাদণ্ড দেয়া হবে।
মিসরের প্রেসিপেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক টুইটবার্তায় বলেন, আমি সব মিসরীয়দের এই আদেশ মেনে চলার আহ্বান জানাই। পাশাপাশি এটাও নিশ্চিত করছি যে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে কঠোর সাজার মুখোমুখি হবে।
আফ্রিকা-মধ্যপ্রাচ্যের মধ্যবর্তী দেশটিতে এ পর্যন্ত ৩৬৬ জনের শরীরে করোনভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ১৯ জন।
Advertisement
গত ৩১ ডিসেম্বর চীনে উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ লাখ ৭ হাজার ৬৬০ জন, মারা গেছেন ১৮ হাজার ২৫০ জন। এছাড়া প্রায় ১ লাখ ৭ হাজার ৪১৪ জন রোগী চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন।
সূত্র: আল জাজিরাকেএএ/