রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর এলাকা থেকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো আওয়ামী লীগ নেতার শরীরে করোনাভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তিনি সুস্থ হয়ে রাজবাড়ীতে ফিরেছেন।
Advertisement
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত শনিবার (২১ মার্চ) পাংশা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। তার পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার দুপুরে রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই রিপোর্টে তার করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজবাড়ীতে আরও ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে মোট ৪২১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
Advertisement
রুবেলুর রহমান/আরএআর/পিআর