করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার (২৫ মার্চ) থেকে রাজশাহীতে টহলে নামছে সেনাবাহিনী। শুরুতেই করোনার অজুহাতে বাজার কারসাজি ঠেকাতে কাজ করবেন সেনা সদস্যরা।
Advertisement
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঙ্গে এনিয়ে বৈঠকও করেছে সেনাবাহিনী।
সেখান থেকে বেরিয়ে সেনা কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বুধবার থেকে রাজশাহীজুড়ে সেনাবাহিনীর টহল শুরু হবে। কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে তারা নজরদারি করবেন। মানুষকে বোঝাবেন। এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন সেটি তারা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এনিয়ে প্রস্তুতির কোনো ঘাটতি নেই।
এদিকে চলমান করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও উপজেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করে সেনাবাহিনী।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস