দেশজুড়ে

গাজীপুরে সেনা মোতায়েন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন শুরু হয়েছে। ১৮ বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল মোহাম্মদ রাজিব হোসেন খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার (২৪ মার্চ) গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সঙ্গে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

Advertisement

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, জনবহুল গাজীপুর সিটি কর্পোরেশনসহ জেলায় কী পরিমাণ সেনা সদস্য মোতায়েন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জেলার কোন কোন এলাকায় প্রবাসীরা এসেছেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধি নিষেধ এবং নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

Advertisement