রাজনীতি

করোনা প্রতিরোধে সর্বদলীয় সমন্বিত উদ্যোগ চায় বাসদ

করোনাভাইরাস প্রতিরোধে সর্বদলীয় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

Advertisement

মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোদে সরকারের প্রস্তুতির দুর্বলতা দেখে গোটা দেশবাসী আতঙ্কিত। এখন পর্যন্ত সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছেন এবং ঘোষণা করছেন তাতে দেশবাসী আশ্বস্ত হতে পারছে না। কারণ সরকার কথা যতো বলছে কাজে জনগণ তা দেখছে না। উপরন্তু শুরু থেকেই সরকার এ বিষয়ে চরম অবহেলা করে এসেছে যার ফলে করোনা সংক্রমণ রোধে বেহাল অবস্থা দেখা দিয়েছে। এখন পর্যন্ত আইইডিসিআর ছাড়া কোনো হাসপাতালকেই করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়নি। এতে জনমনে আতঙ্ক আরও বেড়ে চলেছে।

বিবৃতিতে বলা হয়, এই মহামারি মোকাবিলায় দরকার সর্বদলীয় সবার উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে সমাজের সকল অংশকে একত্রিত করে যৌথ উদ্যোগ নেয়ার কোনো আলামতই দেখা যাচ্ছে না, শুধু কথার ফুলঝুড়ি ছাড়া।

Advertisement

আরও বলা হয়, গতকাল পর্যন্ত সরকারের একেক মন্ত্রী একেক রকম কথা বলে চলেছেন। স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এখনই সকলের পিপিই দরকার নেই, চীনেও শুরুতে সবার পিপিই ছিল না’, ইত্যাদি যা জনগণ ও চিকিৎসক-চিকিৎসা সেবীদেরকে দারুণভাবে হতাশ করে চলেছে। তাছাড়া ঢাকা ও ঢাকার বাইরে যেসব হাসপাতালে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে তা এখনও প্রস্তুত হয়নি। ৫০০ ডাক্তার প্রস্তুত রাখার কথা বলা হলেও তা কি শুধু দলীয় চিকিৎসকদের মহড়া কিনা তা নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে। অন্যান্য বিষয়ের মতোই করোনা মোকাবেলাও দলীয়করণের শিকার হয়ে জনজীবনকে বিপর্যস্ত করবে কি?

বিবৃতিতে দলীয় নয়, সর্বদলীয়ভাবে সবার অংশগ্রহণে এই মহামারি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের আগামী ৬ মাসের খাদ্যদ্রব্য ও নগদ অর্থসহায়তার দাবি জানিয়ে অবিলম্বে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

এইউএ/এমএসএইচ/এমএস

Advertisement