দেশজুড়ে

সকাল থেকে ঢাকা-খুলনা বাস চলাচল বন্ধ

করোনাভাইরাস ছড়ানোর শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement

খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে খুলনা থেকে বুধবার থেকে ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ করে দেয়ায় সিদ্ধান্ত হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, করোনাভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি।

আলমগীর হান্নান/এমএএস/পিআর

Advertisement